ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় সাংবাদিক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় সাংবাদিক গ্রেফতার মুনীর উদ্দিন আহমেদ

খুলনা: ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় দি নিউ নেশনের খুলনা ব্যুরো প্রধান মুনীর উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

এ মামলায় সোমবার (২১ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
সাংবাদিক মুনীরের সহকর্মীরা জানান, গত রোববার (২০ অক্টোবর) রাতে সাংবাদিক মুনীরকে নগরীর দোলখোলা এলাকার বাড়ি থেকে আটক করে খুলনা থানা পুলিশ।

পরে বিকেলে তার বিরুদ্ধে খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
 
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বাংলানিউজকে জানান, ভোলার সাম্প্রতিক ঘটনা নিয়ে সাংবাদিক মুনীর ব্যক্তিগত ফেসবুকে উস্কানিমূলক একাধিক পোস্ট দিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন সময় ফেসবুকে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট দিয়েছেন। এ সব অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।