এ মামলায় সোমবার (২১ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সাংবাদিক মুনীরের সহকর্মীরা জানান, গত রোববার (২০ অক্টোবর) রাতে সাংবাদিক মুনীরকে নগরীর দোলখোলা এলাকার বাড়ি থেকে আটক করে খুলনা থানা পুলিশ।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বাংলানিউজকে জানান, ভোলার সাম্প্রতিক ঘটনা নিয়ে সাংবাদিক মুনীর ব্যক্তিগত ফেসবুকে উস্কানিমূলক একাধিক পোস্ট দিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন সময় ফেসবুকে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট দিয়েছেন। এ সব অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমআরএম/আরআইএস/