সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শম্ভুপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজেরা খাতুন (৬৫) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের ভাটিকৃষ্ণ নগর গ্রামের সাদেক মিয়ার স্ত্রী।
ভৈরব রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শম্ভুপুর রেলক্রসিং এলাকা পার হতে গিয়ে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগার সিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন হাজেরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মদ বিশ্বাস বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ