সোমবার (২১ আক্টোবর) সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণ পাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ইদ্রিস হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হাবিব হাওলাদারের ছেলে ও মো. শিপন ফরিদপুরের নগরকান্দা থানার বাগবাড়ি গ্রামের শেখ শাহ আলমের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ মেহেদী হাসান বাংলানিউজকে জানান, ভাদাইল এলাকার স্থানীয় ব্যক্তি সাইজুউদ্দিনকে পুলিশ পরিচয় দিয়ে হুমকি ধমকি দিয়ে টাকা দাবি করে ইদ্রিস ও শিপন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেন তিনি। এরপর ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়।
তিনি বলেন, তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ