ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় দুই ভুয়া পুলিশ আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আশুলিয়ায় দুই ভুয়া পুলিশ আটক

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ইদ্রিস হাওলাদার (৩৬) ও মো. শিপন (২৪) নামে দুই ভুয়া পুলিশকে আটক করা হয়েছে।

সোমবার (২১ আক্টোবর) সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণ পাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ইদ্রিস হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হাবিব হাওলাদারের ছেলে ও মো. শিপন ফরিদপুরের নগরকান্দা থানার বাগবাড়ি গ্রামের শেখ শাহ আলমের ছেলে।

বর্তমানে তারা আশুলিয়ার পলাশবাড়িতে বসবাস করতেন।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ মেহেদী হাসান বাংলানিউজকে জানান, ভাদাইল এলাকার স্থানীয় ব্যক্তি সাইজুউদ্দিনকে পুলিশ পরিচয় দিয়ে হুমকি ধমকি দিয়ে টাকা দাবি করে ইদ্রিস ও শিপন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেন তিনি। এরপর ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।