সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সেখানকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাত ৯টার দিকে খিলগাঁও থানার (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, জাকির তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সবুজবাগ দক্ষিণগাঁও এলাকায় থাকতেন।
গত ১৪ অক্টোবর থেকে তিনি নিখোঁজ। ১৫ অক্টোবর তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কচুরিপানায় ভরা একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় জাকিরের গলায় ডিসের তার পেঁচানো দেখা যায়। একইসঙ্গে একটি খুঁটির সঙ্গে বাঁধা ছিল মরদেহটি।
ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন কেউ। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ তা তদন্ত করে দেখছে।
ওসি বলেন, জাকিরের পরিবারের কাছ থেকে জানা যায়, রাজধানীর নাগদারপার এলাকায় প্রায় সময় জাকির বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেতেন। তিনি তেমন কিছু করতেন না। আগে ফ্রিজ মেরামতের দোকান ছিল তার।
রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এজেডএস/টিএ