ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় মনোয়ারা বেগম (২৭) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী-বাইপাইল-ইপিজেড সড়কের শিমুলতলা এলাকার দাদা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মনোয়ারা বেগম স্থানীয় পলমল গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, কারখানা ছুটি শেষে টঙ্গী-আশুলিয়া-ইপিজেট সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন মনোয়ারা। তিনি শিমুলতলা এলাকায় পৌঁছলে বাইপাইলগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) তছলিম উদ্দিন বাংলানিউজকে বলেন, নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যালে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে কার্ভাডভ্যানটিকে সনাক্তকরণের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।