সোমবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার সিনিয়র চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার কাচিয়া ইউনিয়নের মোহন চন্দ্রের ছেলে বিপ্লব, নুর আলমের ছেলে শরিফ ও ইদ্রিসের ছেলে ইমন।
এরআগে, তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) দোলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল জানান, সোমবার তাদের আদালতে পাঠানো হয়। এ সময় তাদের তিনজনকে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, ফেইসবুক পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাদের গত শনিবার থানায় আনা হয়েছিল। এরপর তাদের গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এনটি