ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ২, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
গোপালগঞ্জে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ২, আটক ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বিজিবি সদস্য লিয়াকত আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের হামলায় এক নারীসহ দু’জন আহত হয়েছেন। 

এ সময় পরিবারের সদস্যরা এক ডাকাতকে ধরে ফেলে। পরে এলাকাবাসী ওই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।


 
সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য হাসান আলী (৩২) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার রঘুনাথপুর গ্রামের বাবর আলী ছেলে।  
আহত দু’জন হলেন- বিজিবি সদস্য লিয়াকত আলীর স্ত্রী রাবিনা সুলতানা (৫৫) ও ছেলে আহম্মেদ রিয়াজ লিমন (৩০)। গণপিটুনিতে আহত ডাকাত সদস্য ও আহতদের মুকমুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজিবি সদস্য লিয়াকত আলীর স্ত্রী রাবিনা সুলতানা জানান, গভীর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৬ সদস্যের একদল সশস্ত্র ডাকাত। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটে নেয়।

এ সময় বিজিবি সদস্য লিয়াকত আলীর স্ত্রী রাবিনা সুলতানা ও ছেলে আহম্মেদ রিয়াজ লিমন ডাকাত সদস্য হাসান আলীকে ধরে ফেললে অন্য ডাকাতরা তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অন্য ডাকাতরা পালিয়ে যায়।  আটক ডাকাত হাসান আলীকে এলাকাবাসী গণপিটুনী দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ডাকাতকে গ্রেপ্তার করে। পরে আহত ডাকাতসহ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মোস্তফা কামাল পাশা জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৭, অক্টোবর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।