সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে ৩৩ সদস্যের কমিটি গঠন করে আদেশ জারি করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, শিল্প সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, বাণিজ্য সচিব কমিটিতে রয়েছেন।
পুলিশ মহাপরিদর্শক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিবের নিচে নয়) কমিটিতে নাম রয়েছে।
বিআরটিএ চেয়ারম্যান, বিআরটিসি চেয়ারম্যান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাও কমিটির সদস্য।
এছাড়াও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শামসুল হক, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি/সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, ব্র্যাকের একজন প্রতিনিধি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের সভাপতি কমিটির সদস্য।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (এস্টেট উইং) সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। আর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং টাস্কফোর্সের কার্যক্রমে সমন্বয় সাধন করবে।
টাস্কফোর্সের কার্যপরিধির মধ্যে রয়েছে, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করা। টাস্কফোর্স প্রয়োজনে সভা অনুষ্ঠিত করতে পারবে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআইএইচ/জেডএস