মঙ্গলবার (২২ অক্টোবর) দুুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিফাত উল্লাহ বল্লভদী কান্দা গ্রামের মোমেন মিয়ার ছেলে।
স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ১টা থেকে শিশু সিফাত উল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজার পর বিকেল ৩টায় বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ওএইচ/