ফ্রান্সের ইউরোপ ও বৈদেশিক বিষয়ক প্রতিমন্ত্রী জ্যাঁ ব্যাপটিস্ট লেমনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান ড. মোমেন। মঙ্গলবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও বৈদেশিক বিষয়ক প্রতিমন্ত্রী জ্যাঁ ব্যাপটিস্ট লেমনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রী। ড. মোমেন এসময় রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের প্রতিও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বিনিয়োগ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন। এসময় পররাষ্ট্র মন্ত্রী অবকাঠামো, আইসিটি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি খাতে বিনিয়োগের জন্য ফ্রান্সের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
টিআর/এএ