মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লোকটি ট্রেনের নিচে ইচ্ছা করেই ঝাঁপিয়ে পড়েছিল।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক কায়কোবাদ বাংলানিউজকে জানান, ট্রেনটি সান্তাহার থেকে বগুড়া আসছিল। অজ্ঞাতপরিচয় লোকটির ট্রেনের নিচে কাটা পড়াটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
কেইউএ/কেএসডি/এএ