এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সহজ ও অন্য সহযোগীদের নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।
‘সেফটি সবার জন্য’ প্রচারণা নিয়ে মাসব্যাপী কাজ করে চলেছে সহজ।
সড়ক নিরাপত্তা নিশ্চিতে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা ‘নিরাপদ সড়ক চাই’র (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অ্যাপভিত্তিক রাইড-শেয়ারিং সেবা এখন বেড়েই চলছে। মোটরসাইকেল রাইডার যারা আছেন, আপনারা অবশ্যই নিজেরা হেলমেট পরবেন এবং যাত্রীদেরও হেলমেট পরতে উৎসাহিত করবেন। সহজ রাইডকে ধন্যবাদ সবার জন্য সেফটি নিশ্চিতে হেলমেট বিতরণ, প্রশিক্ষণ দেওয়াসহ নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কাজের জন্য।
নিরাপদ সড়কের প্রধান শর্ত ট্রাফিক আইন মেনে চলা, বিশেষ করে মোটরসাইকেলে আরোহণের সময় রাইডার ও যাত্রী উভয়ের হেলমেট পরা নিশ্চিত করা।
এ বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বলেন, ‘সহজের মত রাইড-শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান এগিয়ে আসাতে নিরাপদ সড়ক বাস্তবায়ন কার্যক্রম বেগবান হয়েছে। আমি যখনই দেখি রাস্তায় মোটরসাইকেল চালক ও আরোহী হেলমেট পরা আছেন, আমি অনেকটাই নিশ্চিন্তে বলতে পারি, তারা রাইড শেয়ার করছেন। কারণ ট্রাফিক আইন নিশ্চিত করার ব্যাপারে সহজের মত রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানগুলো বেশ সচেতন। ’
দিবসটি উপলক্ষে সহজের সিএফও মো. মাকসুদুল ইসলাম বলেন, ‘নিরাপদ সড়ক বিনির্মাণের জন্য সরকারের পাশাপাশি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সহজ থেকে আমরা নিয়মিতভাবে হেলমেট বিতরণ ও ট্রেনিং সেশন আয়োজনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু এখানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এগিয়ে আসতে হবে সড়কে চলাচলকারী সবাইকে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই নিরাপদ সড়ক নিশ্চিতে তার স্বপ্রণোদিত উদ্যোগ সমূহের জন্য। ’
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আরবি/