মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।
আটক নগেন্দ্রনাথ রায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের রমনীকান্ত রায়ের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গত বছর নীলফামারী সদর উপজেলার দোলুয়া দোগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিন মিয়ার স্ত্রী জ্যোতি বেগমকে পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে দুই কিস্তিতি ৫ লাখ ৭০ হাজার টাকা নেন নগেন্দ্রনাথ রায়। কিন্তু টাকা নেওয়ার পরেও জ্যোতি বেগমকে চাকরি দিতে ব্যর্থ হন তিনি।
একবছর পার হলেও টাকা ফেরত দেননি। আজ-কাল বলে তালবাহনা করেন। এরইমধ্যে রোববার (২০ অক্টোবর) সকালে নগেন্দ্রনাথ রায়ের বাড়িতে গিয়ে টাকা চাইলে জ্যোতি বেগমের স্বামী শাহিন মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দ করে মেরে ফেলার হুমকি দেন নগেন্দ্রনাথ।
অবশেষে টাকা উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নিতে মঙ্গলবার (২২ অক্টোবর) আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন শাহিন মিয়া। অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদিতমারী থানা পুলিশকে নির্দেশনা দেন ইউএনও। থানা পুলিশ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদ চত্বর থেকে নগেন্দ্রনাথ রায়কে আটক করে থানায় নিয়ে যায়।
উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা কর্মচারী জানান, চাকরি দেওয়ার কথা বলে নগেন্দ্রনাথ অনেকের কাছে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব লোকজন প্রায় প্রতিদিন টাকা ফেরত নিতে উপজেলায় ঘোরাঘুরি করছে। মাঝে মধ্যে তাদের সঙ্গে বাকবিতণ্ডাও বাঁধছে বলেও জানান তারা।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, চাকরি দিতে চেয়ে টাকা নেওয়ার দায়ে নগেন্দ্রনাথ রায়কে আটক করা হয়েছে। টাকা ফেরত দিলে তাকে ছেড়ে দেওয়া হতে পারে। অন্যথায় জেলহাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচ