মঙ্গলবার (২২ অক্টোবর) র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এবিটির কিছু সদস্য রাজশাহীর গোদাগাড়ী থানা ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকায় অভিযান চালিয়ে খুলনার বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাংগনন দিয়াপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে জুয়েল মোল্লা (২৫) ও রূপসা থানার গাবখালী দক্ষিণ খাজাডাঙ্গা এলাকার মৃত সোবহান হাওলাদারের ছেলে শহিদুল ইসলামকে (৩৯) আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক জুয়েল জানিয়েছেন তিনি এবিটির খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান। রাজশাহীতে তাদের কার্যক্রম সুসংহত করা এবং অবৈধ অস্ত্র সংগ্রহ করে ঢাকাসহ সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিলেন। ইসলামবিরোধীদের চিহ্নিত করে তাদের হত্যা করার পরিকল্পনা করছিল তারা।
এছাড়া আটক শহিদুল এবিটির একজন সক্রিয় সদস্য এবং আঞ্চলিক প্রধান জুয়েলের সহযোগী। তিনি এবিটির অন্য সদস্যদের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএস/আরআইএস/