মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মানিক ওই গ্রামের কামার বাড়ির বাসিন্দা।
চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া বলেন, দুপুরে স্থানীয় আবদুল মতিন পাটোয়ারীর বাগানের সুপারি গাছ থেকে সুপারি পাড়ছিলেন মানিক। এসময় হঠাৎ গাছ ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এ কে ফজলুল হক জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসআর/আরবি/