মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ‘ফেনী লংকা পাওয়ার লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় দুর্ঘটনাটি ঘটে।
এসময়, ঘটনাস্থলেই মো. মাসুম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, লংকা পাওয়ারের কাজ করার সময় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে দুই শ্রমিক চাপা পড়ে। ঘটনাস্থলে পৌঁছে মাসুমকে মৃত অবস্থায় দেখতে পান তিনি।
তাদের দু’জনেরই বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচডি/কেএসডি/