মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ইকবাল বাহার তাদের জামিন না মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর (রোববার) জয়পুরহাট সদরের হালট্রি গ্রামে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যদের সঙ্গে বিএনপি, জামায়াত-শিবির কর্মী ও তাদের সমর্থিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ বাদী হয়ে জয়পুরহাট সদরের হালট্রি, হাতিগাড়া, তুলাট, পুরানাপৈল, হেলকুন্ডা, জলাটুল ও পাঁচবিবি উপজেলার জাম্বুবান গ্রামের ১০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
সর্বশেষ চলতি বছরের ২০ জুন তদন্তকারী কর্মকর্তা আদালতে ৯৯ জনের নামে উল্লেখ করে চার্জশিট জমা দিলে মঙ্গলবার আসামীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক ইকবাল বাহার তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএমইউ