ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে বস্তি বাড়ছে: ড. আইনুন নিশাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে বস্তি বাড়ছে: ড. আইনুন নিশাত

ঢাকা: ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত বলেছেন, অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণেই মূলত দেশে বস্তির সংখ্যা বাড়ছে। অনেক এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটছে। তাই বিষয়টি নিয়ে ভাবতে হবে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের সার্বিক পরিস্থিতি নিয়ে চতুর্থবারের মতো আয়োজিত জাতীয় সম্মেলনের উদ্বোধনী দিনে আলোচনা সভায় তিনি এসব বলেন।  

রাজধানীর আগারগাঁওয়ে আইএবি মিলনায়তনে শুরু হওয়া এ সম্মেলন ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে।

প্রেসবিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, আলোচনা পর্বের বিষয় ছিল ‘বাংলাদেশে অভিবাসীবান্ধব সহনশীল নগর তৈরিতে পাবলিক- প্রাইভেট- কমিউনিটি পার্টনারশিপ (পিপিসিপি)’।

এ বিষয়ে বলতে গিয়ে ড. আইনুন নিশাত বলেন, অভিবাসীদের জন্য বিভিন্ন এলাকার মূল ঐতিহ্যও বদলে যাচ্ছে, বাড়ছে বেকারত্ব। ফলে স্থানীয় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে পানি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।  

অনুষ্ঠানে অভিবাসীদের নিজেদের পরিমণ্ডলে স্বাচ্ছন্দ্যে বসবাসের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে ন্যূনতম গুণগত মান নিশ্চিত করতে আরো বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানান পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক সম্মেলনের ডিরেক্টর মির্জা শওকত আলী।  

তিনি বলেন, সরকারি পর্যায়ে পলিসি প্রণয়নের ক্ষেত্রে কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। তবে তা বেশ কার্যকর হবে।  

সম্মেলনের আলোচনা পর্বে বক্তব্য রাখেন- নগর উন্নয়ন কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক পরিচালক ড. মো. লিয়াকত আলী, নগর উন্নয়ন কর্মসূচির প্রধান হাসিনা মুশরফা, সাতক্ষীরার পৌর মেয়রসহ জলবায়ু ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।