সোমবার (২১ অক্টোবর) দিনগত রাতে নবগ্রামের জগদীশপুর, কাপড়কাঠি ও উত্তর কাপড়কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
এসময়, চোরেরা দরজার তালা ভেঙে বিদ্যালয়ের অফিসকক্ষে থাকা নগদ টাকা, ল্যাপটপ, প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় বলে জানান বিদ্যালয়গুলোর শিক্ষকেরা।
উত্তর কাপড়কাঠি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল সমাদ্দার বাংলানিউজকে জানান, তার বিদ্যালয় কিছুদিন আগেই সরকারি হওয়ায় এখনও নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হয়নি।
তাছাড়া বিদ্যালয়টি নির্জন এলাকায় হওয়ায় নৈশপ্রহরী পাওয়া সহজ নয়। তিনি বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) আবু তাহের বলেন, বিদ্যালয়ের অফিসকক্ষে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএস/কেএসডি/