সাভার (ঢাকা): এবার শীতের শুরুতেই অসহায় ও দুস্থদের মাঝে পাঁচ লাখ ৯৪ হাজার কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন এনামুর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, নতুন করে আরও কম্বল কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।
কম্বল ছাড়া শীতার্তদের মাঝে শুকনো খাবারও বিতরণ করা হবে। বাংলাদেশে কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেয়াল রাখতে বলেছেন। বাংলাদেশের সব মানুষ এখন সুখেশান্তিতে বসবাস করছে।
উপজেলা পরিষদের সাধারণ সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এইচজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।