ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল (২৯) নামে রিকশা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আশরাফুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

সে আশুলিয়ার ভাদাইল এলাকায় শাহ জাহানের ভাড়া বাসা থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার চেষ্টা করছিলেন আশরাফুল। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে তাকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।