মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা আজকাল অনুসন্ধানী সাংবাদিকতা দেখতে পাইনা।
হাছান মাহমুদ বলেন, অবশ্যই সমালোচনা সমাজে থাকতে হবে। অবশ্যই সরকার ও মন্ত্রীর সমালোচনা হবে। এ সমালোচনাকে সমাদৃত করার সাংস্কৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার লালন করে। আমাকে যখন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। যেই পত্রিকায় কোথায় পরিবেশ বেশি নষ্ট হচ্ছে, কোথায় সরকার নজর দিচ্ছে না ব্যাপারে আমাকে নিয়ে কার্টুন বানিয়েছে। সেই পত্রিকাকে ডেকে আমি জাতীয় পরিবেশ পদক দিয়েছি। আমি মনে করি, দায়িত্বে থাকেন যিনি তার সমালোচনা হবে। কারণ কোনো মানুষের পক্ষে শতভাগ নির্ভুল কাজ করা সম্ভব না। কোনো সরকারের পক্ষে নির্ভুল কাজ করা সম্ভব না।
পৃথিবীতে অতীতেও এমন কোনো সরকার ছিল না, ভবিষ্যতেও থাকবে না, যিনি শতভাগ নির্ভুল কাজ করতে পারেন উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ভুল সবার থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু কিছু সাংবাদিক বন্ধুর মধ্যে ধারণা আছে ‘বেড নিউজ ইজ গুড নিউজ, গুড নিউজ ইজ নো নিউজ। ’ এই মানসিকতা পরিহার করার জন্য বিনীত অনুরোধ সবার কাছে। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরতে হবে, একইসঙ্গে সরকারের ভালো কাজের প্রশংসা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিত সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, জাতীয় প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ওমর ফারুক।
আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মনিরুজ্জামান তালুকদার, জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসআরএস