ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
উল্লাপাড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাবু (৩৫) নামে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ বাসযাত্রী।

বুধবার (২৩ অক্টোবর) সকালে বগুড়া-পাবনা মহাসড়কে উপজেলার রানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু শাহজাদপুর এলাকার বাসিন্দা।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, শাহজাদপুর থেকে সিরাজগঞ্জগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটির হেলপার বাবু ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৫ বাসযাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।