বুধবার (২৩ অক্টোবর) সকালে বগুড়া-পাবনা মহাসড়কে উপজেলার রানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু শাহজাদপুর এলাকার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, শাহজাদপুর থেকে সিরাজগঞ্জগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটির হেলপার বাবু ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৫ বাসযাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আরএ