বুধবার (২৩ অক্টোবর) ভোরে ওই মাদককারবারিকে আটক করা হয়। ইয়াকুব শাহপরীরদ্বীপের কোণারপাড়ার হোসেনের ছেলে।
র্যাব-১৫’র টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহাতাব বাংলানিউজকে জানান, কয়েকজন মাদককারবারি ইয়াবা বেচা-কেনার জন্য শাহপরীরদ্বীপের ইয়াকুবের বসতঘরে অবস্থান করছেন। এমন গোপন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ২০ হাজার ইয়াবাসহ ইয়াকুবকে আটক করা হয়।
তিনি আরও জানান, ইয়াকুবকে থানায় হস্তান্তর আগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসবি/এএটি