ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির ৯ জন কাউন্সিলরকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
ডিএনসিসির ৯ জন কাউন্সিলরকে শোকজ ডিএনসিসি

ঢাকা: তিনবারেরও বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নয়জন কাউন্সিলরকে শোকজ করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

তিনি জানান, তিনবারেরও বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় ডিএনসিসির নয়জন কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তারা সন্তোষজনক জবাব না দিলে আমরা চিঠি পাঠাবো মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় আইন মোতাবেক তাদের বহিষ্কার করবেন। এর বাইরে কেউ দোষী হলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।