নিঁখোজ হওয়ার ৩৮ ঘণ্টা পর বুধবার (২৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে বাকেরগঞ্জের লক্ষীপাশা সংলগ্ন তুলাতলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২১ অক্টোবর) বাকেরগঞ্জে সাহেবগঞ্জ খেয়াঘাট সংলগ্ন নদীতে খেয়া পারাপারের সময় যাত্রীবাহী ট্রলারের সঙ্গে ইটবোঝাই অপর একটি নৌযানের সংঘর্ষে জীবন চন্দ্র দাসের ১৮ মাস বয়সী শিশু সন্তান সুর্যচন্দ্র নদীতে পড়ে যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, বুধবার সকাল নদীর তীরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ দুর্ঘটনার পরপরই ট্রলারটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমএস/ওএইচ/