বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর বাবার নাম জামান উদ্দিন।
হাসপাতালে চিকিৎসাধীন জামান উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে চিকিৎসক রোগীদের কক্ষে আসলে স্বজনদের বাইরে বের করে দেওয়া হয়। এ সময় তার বাকপ্রতিবন্ধী স্ত্রী শিশু রোহাকে নিয়ে বাইরে বের হয়। তখন অপরিচিত এক লোক তার স্ত্রীর কোল থেকে শিশুটিকে নিয়ে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হাসপাতাল পরিদর্শন করেন।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বাংলানিউজকে জানান, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত ঘটনা জেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমআরএ/