বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মন্ত্রী ওই পার্ক পরিদর্শন করে কাজ বন্ধ করে অভিযুক্তদের আটকের নির্দেশ দেন।
পরে মন্ত্রী গণমাধ্যমকে বলেন, এ সম্পত্তির মালিক রেলওয়ে।
নুরুল ইসলাম সুজন এসময় রেলওয়ের দখল করা জায়গা পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে সেখানে থাকা রেলওয়ের স্টাফ কোয়ার্টার ভেঙে ফেলায় চরম ক্ষুব্ধ হন। তখন মন্ত্রীর নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে ২১ জনকে আটক করা হলেও পরে ১৯ জনকে ছেড়ে দিয়ে দু’জনকে আটক দেখিয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
মন্ত্রীর সঙ্গে এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নারায়ণগঞ্জে রেলওয়ের নিজস্ব জমি ও স্টাফ কোয়ার্টার দখল করে নেওয়ার ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলে যায়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এএ