ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সমাজে বেশি নিগৃহীত দলিত নারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
সমাজে বেশি নিগৃহীত দলিত নারীরা আলোচনা সভা । ছবি: শাকিল আহমেদ

ঢাকা: জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি ও পয়ঃনিষ্কাশন এবং ভূমি-আবাসনে সবচেয়ে পিছিয়ে দলিতরা। আর দেশে দলিত ৬৫ লাখ জনগোষ্ঠীর অর্ধেকেই নারী। তাই সমাজে বেশি নিগৃহীত দলিত নারীরা।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দলিত নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন: প্রেক্ষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৫’  শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন বক্তারা।

দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক মনি রাণী দাসের সভাপত্বিতে এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের সভাপতি প্রভা রাণী বাড়াইকা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী উদ্যোগের প্রোগ্রাম ম্যানেজার নাদিরা পারভীন।

এসময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, সমাজ ও সাংস্কৃতিক পরিমণ্ডলে দলিতদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজের অস্পৃশ্যতা, জাত-পাত ভিত্তিক বৈষম্যের কারণে স্বাভাবিক অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে না তারা। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থেকে তারা সবসময়ই বঞ্চিত। মূলধারার সমাজ এবং নিজ সমাজেও তারা নিগৃহীত।

আলোচনা সভায় অংশ নেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নারী সংসদ সদস্য লুৎফুন নেসা খান ও আদিবা আনজুম মিতা এবং নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।

আলোচনা সভায় দলিত নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য তাদের সরকারি সহযোগিতা দেওয়া, বেসরকারি সেবায় দলিত নারীদের অগ্রাধিকার দেওয়া, আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা, শিক্ষিত বেকারদের চাকরি নিশ্চিত করা, পারিবারিক ও নারী নির্যাতন বিষয়ে সচেতনতা, বাল্যবিয়ে রোধ ও জামানত বিহীন ব্যাংক লোনের ব্যবস্থা করার বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
পিএস/কেএসডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।