বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম চিলা গ্রামের কৃষক বারেক গাজী দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেত দেখতে যান।
মৃত বারেক গাজীর ছোট ভাই কালাম গাজী বাংলানিউজকে জানান, ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে তার সারা শরীর ঝলসে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিঠুন সরকার বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই বারেক গাজীর মৃত্যু হয়।
আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বাংলানিউজকে জানান, বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এনটি