বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ভোলার বোরহানউদ্দিনে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের শনাক্ত করা হচ্ছে।
তিনি বলেন, বোরহানউদ্দিনের পুরো ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। আমারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এ মুহূর্তে আমরা নিশ্চিত করে কিছু বলছি না, তবে এটা দলীয় কোনো বিষয় নয়। কিন্তু কোনো একটা গ্রুপ চেয়েছিলো হয়তো, নতুবা শান্তিপূর্ণ সমাবেশে এরকম ঘটনা কেন।
ডিআইজি আরও বলেন, আমরা বলতে চাই ধ্বংসাত্মক কার্যক্রমে যারা জড়িত তাদের শনাক্ত করা হচ্ছে, দ্রুত আইনের আওতায় আনা হবে। দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আর পুরো ঘটনা কেন, কীভাবে হয়েছিলো তা অবশ্যই বেরিয়ে আসবে।
এ সময় ভোলার পুলিশ সুপার সরকার কায়সার উপস্থিত ছিলেন।
এরআগে ডিআইজি বোরহানউদ্দিন থানায় কর্মকর্তাদেরর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচ