ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর রেলস্টেশন এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রেলওয়ে জংশন স্টেশনের একটি প্ল্যাটফর্ম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বুধবার প্ল্যাটফর্মে নিথর অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় রেলওয়ে কর্মকর্তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন ওই নারী স্টেশনেই ঘোরাফেরা করতেন। তার প্রকৃত পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘন্টা, অক্টোবর ২৩, ২০১৯
একে/এইচজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।