ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র-কুটির শিল্প বিকাশে কাজ করছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
ক্ষুদ্র-কুটির শিল্প বিকাশে কাজ করছে সরকার

নেত্রকোনা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার ক্ষুদ্র-কুটির শিল্প বিকাশে কাজ করছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে মাসব্যাপী ক্ষুদ্র-কুটির ও হস্তশিল্প মেলা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় শিল্প নগরী গড়ে তুলে বেকারদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া হবে।

আমাদের দেশের পাশাপাশি পার্শ্ববর্তী বা বাইরের দেশগুলোতে ক্ষুদ্র শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে। এদেশে পরিত্যক্ত অনেক কিছু আছে যা দিয়ে নারী-পুরুষ ঘরে বসেই কাজ করতে পারেন। যা খুব সহজেই বাজারজাত করা যায়। এতে করে অনেকেই সাবলম্বী হতে 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, পুলিশ সুপার (এসপি) আকবর আলি মুন্সী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট স্যোসাইটির জেলা ইউনিটের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান, নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদ, নাসিব কেন্দ্রীয় কমিটির পরিচালক জহিরুল ইসলাম আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।