বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে মাসব্যাপী ক্ষুদ্র-কুটির ও হস্তশিল্প মেলা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় শিল্প নগরী গড়ে তুলে বেকারদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, পুলিশ সুপার (এসপি) আকবর আলি মুন্সী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট স্যোসাইটির জেলা ইউনিটের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান, নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদ, নাসিব কেন্দ্রীয় কমিটির পরিচালক জহিরুল ইসলাম আকন্দ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এনটি