বুধবার (২৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নূর নবী উপজেলার পূর্ব সির্ন্দুনা এলাকার মৃত মহর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ওই কোম্পানির ভ্যানে সিগারেট নিয়ে বাউরা বাজারে যাচ্ছিলেন নূর নবী। ফকিরপাড়া এলাকায় পৌঁছালে পেছন পাটগ্রামগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে নূর নবী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এনটি