বুধবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ.ম রেজাউল করিম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদসহ পিরোজপুর ও নাজিরপুরে কর্তব্যরত সাংবাদিকরা।
তিনি প্রায় ৪০ বছর ধরে বরিশাল ও পিরোজপুরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলার নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচ