ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাসচাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ধামরাইয়ে বাসচাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বাসচাপায় টাকিয়া আক্তার (২৬) নামে নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা পাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টাকিয়া আক্তার নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।

তিনি ও তার স্বামী মিসকাত আলী ‘অতশী ফ্যাশন গার্মেন্টসে’ কাজ করতেন। তাকিয়া আক্তার ৬ মাসের গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, কারখানা থেকে কাজ শেষ করে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে বাসায় ফিরছিলেন টাকিয়া। এসময় তিনি পাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে স্বপ্ন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে বাসচাপায় নিহত পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাস ও চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।