বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এ রায় দেন।
আসামিরা হলেন- মোফাজ্জল, ইলিয়াস (পলাতক), মামুন, মোস্তফা কামাল ওরফে মন্তু, পলাশ, জজ মিয়া, খোকন, সবুজ, আনোয়ার (পলাতক), সোহাগ ও আলম (পলাতক)।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাসিম উদ্দিন বলেন, শিহাব হাসান ২০১২ সালের ১৯ অক্টোবর বাদ আসর বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফেরেনি। ২১ অক্টোবর বিকেল তিনটার দিকে মোবাইল ফোনে শিহাবের মা সেলিনা খাতুনকে জানানো হয় যে, তার ছেলে শিহাবের মরদেহ পাগলা থানাধীন গলাকাটা বাজারের পার্শ্বে ব্রহ্মপুত্র নদের তীরে পাওয়া গেছে।
এ ঘটনার দু’দিন পর ২৩ অক্টোবর শিহাবের মা পাগলা থানায় ডিমের ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে ছেলে শিহাবকে হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচ