বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ-শ্যামনগর সড়কের ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু উপজেলার হায়বাতপুরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জ থেকে বিআরটিসির একটি বাস সকাল ৮টায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে ফুলতলা পৌঁছে যান্ত্রিক ত্রুটির কারণে বাসের সামনের একটি চাকা বাস থেকে খুলে যায় এবং শ্যামনগরের হায়বাতপুর থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলচালক বাবলু ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মোটরসাইকেল আরোহী এক নারীসহ দু’জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এএটি