বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে নজরুল ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ফাহাদ হত্যাকাণ্ড হয়েছে বুয়েটে, তাও নির্মমভাবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। মানুষ সেই হয়, যে অপরের কাজে লাগে। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, শুধু পরীক্ষায় পাস করলেই চলবে না। আমার ছেলেমেয়েদেরও বলি যেন, প্রথম টার্গেট থাকে শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
একে