ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে আ’লীগ নেতাসহ ৮ জুয়াড়ি আটক

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কেরানীগঞ্জে আ’লীগ নেতাসহ ৮ জুয়াড়ি আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে জুয়া খেলা ও পরিচালনার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

বুধবার (২৩ অক্টোবর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে র‌্যাব-১০।

আটকরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিদ (৫৫), দয়াল বাবর্চী (৫২), সালা উদ্দিন (৪৭), হাসান (৬২), ভুট্ট মিয়া (৫২), করিম (৬৩), সাইজদ্দিন (৫০), আব্দুল কাদের (৫৯)।

র‌্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম বলেন, আটকদের কাছ থেকে ৭ প্যাকেট প্লেয়িং কার্ড, নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।