বুধবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্বে উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এসএম রোকনুজ্জামান (৪৮) ও আরেকজন কালিহাতীর একটি ভেটেনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি রবিন্দ্রনাথ (৫২)।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, রাতে প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি রবিন্দ্রনাথকে নিয়ে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় একটি বাড়িতে গবাদিপশু চিকিৎসা দেওয়ার জন্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ তার স্বজনরা এসে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এনটি