ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্বে উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এসএম রোকনুজ্জামান (৪৮) ও আরেকজন কালিহাতীর একটি ভেটেনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি রবিন্দ্রনাথ (৫২)।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, রাতে প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি রবিন্দ্রনাথকে নিয়ে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় একটি বাড়িতে গবাদিপশু চিকিৎসা দেওয়ার জন্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ তার স্বজনরা এসে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।