ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় আহত স্কুলছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
বাড্ডায় আহত স্কুলছাত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি বাড়ির পাঁচতলার সিঁড়ির ফাঁকা দিয়ে নিচে পড়ে আহত হওয়া স্কুলছাত্রী আলবিনা আফরা (১১) মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দিনরাত সাড়ে ৩টার দিকে ওই ছাত্রীর মৃত্যু হয়।

আলবিনা জামালপুল সদর উপজেলার শাহবাজপুর গ্রামের আসাদুজ্জামান টিটুর মেয়ে।

আলবিনা পরিবারের সঙ্গে সাঁতারকুল এলাকার ৭৯ নম্বর বাড়িতে থাকতো এবং সাঁতারকুল স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তো।

নিহত স্কুলছাত্রীর বাবা আসাদুজ্জামান জানান, বুধবার বিকেল ৫টার দিকে ওই বাড়ির পাঁচতলার সিঁড়ির ফাঁকা দিয়ে নিচতলায় একটি সাইকেলের উপর পড়ে যায় আলবিনা। পরে নিচে থেকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিলে সেখানে তার মৃত্যু হয়।  পরে তার মরদেহ বাড়িতে আনা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ৩টায় ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।