বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে লোকোমোটিভ সিমুলেটর উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
ট্রেন চালকদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত লোকোমোটিভ সিমুলেটরটি কমলাপুর স্টেশনে স্থাপন করা হয়েছে।
লোকোমোটিভ সিমুলেটরের প্রকল্প পরিচালক নূর আহাম্মদ হোসেন বলেন, ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে স্পেন থেকে কেনা হয়েছে সিমুলেটরটি। প্রকৃত বস্তুকে বাস্তবতার সঙ্গে মিল রেখে যার মাধ্যমে উপস্থাপন করা হয় সেটাই সিমুলেটর।
তিনি বলেন, একজন ট্রেনের চালক বাস্তবে যেমন ট্রেন চালিয়ে প্রশিক্ষণ নেন। ঠিক একইভাবে লোকোমোটিভ সিমুলেটরের মাধ্যমে গ্রাফিক্স ভিডিও’র মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
টিএম/আরবি/