ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে লোকোমোটিভ সিমুলেটর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কমলাপুরে লোকোমোটিভ সিমুলেটর উদ্বোধন

ঢাকা: প্রথমবারের মত বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির লোকোমোটিভ সিমুলেটর। ট্রেন চালকদের (লোকোমাস্টার) প্রশিক্ষণে ব্যবহার করা হবে এ যন্ত্র। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে লোকোমোটিভ সিমুলেটর উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ট্রেন চালকদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত লোকোমোটিভ সিমুলেটরটি কমলাপুর স্টেশনে স্থাপন করা হয়েছে।

উদ্বোধন শেষে রেলমন্ত্রী লোকোমোটিভ সিমুলেটর ঘুরে দেখেন।  

লোকোমোটিভ সিমুলেটরের প্রকল্প পরিচালক নূর আহাম্মদ হোসেন বলেন, ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে স্পেন থেকে কেনা হয়েছে সিমুলেটরটি। প্রকৃত বস্তুকে বাস্তবতার সঙ্গে মিল রেখে যার মাধ্যমে উপস্থাপন করা হয় সেটাই সিমুলেটর।

তিনি বলেন, একজন ট্রেনের চালক বাস্তবে যেমন ট্রেন চালিয়ে প্রশিক্ষণ নেন। ঠিক একইভাবে লোকোমোটিভ সিমুলেটরের মাধ্যমে গ্রাফিক্স ভিডিও’র মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।