বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) বদিউল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।
আটকরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ. মজিদ (৫৫), দয়াল বাবুর্চি (৫২), সালাউদ্দিন (৪৭), হাসান (৬২), ভুট্ট মিয়া (৫২), আ. করিম (৬৩), সাইজদ্দিন (৫০ ) ও আব্দুল কাদের (৫৯)।
ডিএডি বদিউল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটকদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমআরএ/এসআরএস