ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে আ’লীগ নেতাসহ ৮ জুয়াড়ি আটক

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কেরানীগঞ্জে আ’লীগ নেতাসহ ৮ জুয়াড়ি আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে জুয়া খেলা ও পরিচালনার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ আট জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) বদিউল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

আটকরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ. মজিদ (৫৫),  দয়াল বাবুর্চি (৫২), সালাউদ্দিন (৪৭), হাসান (৬২), ভুট্ট মিয়া (৫২), আ. করিম (৬৩), সাইজদ্দিন (৫০ ) ও আব্দুল কাদের (৫৯)।

 

ডিএডি বদিউল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটকদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।