বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। এতে স্থবির হয়ে পড়েছে সব প্রশাসনিক কাজ।
নতুন প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজকেও ঢুকতে দেননি আন্দোলনকারীরা।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আমরা এ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো।
তিনি আরও বলেন, উপাচার্যকে আমরা কোনো ধরনের প্রশাসনিক কাজ করতে দেবো না। আমরা তাকে যেখানেই পাবো সেখানেই অবরুদ্ধ করবো।
আন্দোলনের অন্যতম সংগঠক নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস জানান, দুর্নীতির দায়ে যে অভিযোগ এসেছে সেগুলো দূর করে বিশ্ববিদ্যালয়ের সম্মান ফিরিয়ে আনতে হবে। বারবার তাগাদা দিলেও এ বিষয়ে আচার্যকে পদক্ষেপ নেওয়ার কথা জানাননি উপাচার্য।
তিনি বলেন, এ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন অধ্যাপক ফারজানা ইসলাম।
এসময় তাকে পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান সাঈদ ফেরদৌস।
সবশেষে, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কেএসডি/