ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা বিভাগে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদ পুরস্কার গ্রহণ করছেন এসআই আবুল কালাম আজাদ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ঢাকা বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, তদন্ত ও হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতারসহ আলামত উদ্ধারের জন্য তাকে পুরস্কৃত করা হয়।

পুলিশের ঢাকা রেঞ্জের অপরাধ সম্পর্কিত সভায় তার হাতে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা (এসআই) পুরস্কার তুলে দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।