বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জিকির শেখ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের তৈয়ব শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, দক্ষিণ ফুকরা এলাকায় গলিত একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কাশিয়ানীর রামদিয়া ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে নিহতের ভাই বাটুল শেখ মরদেহটি শনাক্ত করেন।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কেএআর/এনটি