ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল (যশোর): বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ গোপাল সরকার (৫৮) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে দৌলতপুর মাঠ থেকে তাকে আটক করা হয়। গোপাল ভারতের ২৪ পরগনা জেলার বঁনগার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়ন দৌলতপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার (এক কেজি ১৭০ গ্রাম) জব্দ করা হয়। আটক ব্যক্তির নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।