ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
বগুড়ায় গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার গ্রেফতার হওয়া মাদককারবারি মান্নান মিয়া।

বগুড়া: বগুড়ায় গাঁজাসহ একাধিক মামলার আসামি মান্নান মিয়া (৪৬) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

গ্রেফতার মান্নান মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ডিবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) দিনগত রাতে ডিবির পরিদর্শক মো. নাসির উদ্দিনের নের্তৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম সদর উপজেলার চার মাথা ভবের বাজার এলাকায় মোস্তাক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামি মান্নান মিয়াকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, এর আগেও  গ্রেফতার হওয়া মাদককারবারি মান্নানের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাঘাটা থানায় মামলা রয়েছে। ফের তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।