ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুর ইউএনও'র নম্বর ক্লোন করে অর্থ দাবি, জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
গোমস্তাপুর ইউএনও'র নম্বর ক্লোন করে অর্থ দাবি, জিডি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন গোমস্তাপুর ইউএনও মিজানুর রহমান। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) রাতে ইউএনও’র ক্লোন করা নম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে ল্যাপটপ বরাদ্দের কথা বলে অর্থ দাবি করে প্রতারক চক্র। বিষয়টি বুঝতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম তার ফেসবুক পেজে সতর্কতামূলক পোস্ট দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গোমস্তাপুরের নবাগত ইউএনও মিজানুর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমআরএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।